রিদ্মিক কিবোর্ড- অ্যান্ড্রয়েডে বাংলা লিখুন ইউনিজয় বা ফোনেটিকে ।

Posted: অক্টোবর 13, 2012 in এন্ড্রয়েড ফোন
ট্যাগসমূহ:, , , , ,

আসসালামু আলাইকুম। কোন ভুমিকা না নিয়ে আমি সরাসরি মুল পোস্টে আপনাদের নিয়ে যাচ্ছি।

image

এর আগেও আমি অ্যান্ড্রয়েডে বাংলা লেখার উপর একটি পোষ্ট লিখেছিলাম।  আগে যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিয়ে ছিলাম তার নাম মায়াবি কিবোরড। কিন্তু এই apps টির সবচাইতে বড় সমস্যা ছিল বাংলা লেখার সময় কিবোরড এর নিচে এড আসতো। ফলে কিবোরড নিচে নেমে আসতো যা খুবেই বিরক্তিকর ছিল। তাই আপনাদের সাথে সম্পুরন নতুন একটি সফট ওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব যার নাম রিদ্মিক কিবোরড।  এই apps এ কখনই Ad আসবে না।  এবং এতে বাংলা ডিকশনারি থাকায় আপনি লেখার সময় বাংলা বানান কারেকসন চলে আসবে। এর সবচেয় বড় বৈশিষ্ঠ হল আপনার ফোনে বাংলা সাপোরটেড না হলেও আপনি অ্যান্ড্রয়েডে ইউনিজয়
বা ফোনেটিকে বাংলা লেখার সময় দেখতে ও লিখতে পারবেন।
রিদ্মিক কিবোরড ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন। 

কেন রিদ্মিক কিবোর্ড সবার সেরা ?

এর অনেকগুলো কারণ রয়েছে। আমার
চোখে রিদ্মিক সবার সেরা বাংলা লেখার
কিবোর্ড কারণঃ

১. এটি ইউনিজয় ও ফোনেটিক লেআউট
সাপোর্ট করে। ফলে বিজয়
ব্যবহারকারীরাও
বাংলা লিখতে পারবেন।

২. রিদ্মিক কিবোর্ডে রয়েছে বিভিন্ন
ডিজাইন যা আপনার ডিভাইসের থিম
বা ডিজাইনের সঙ্গে মানানসই
করে নিতে পারবেন।

৩. রিদ্মিকের ওয়ার্ড সাজেশন
মায়াবী কিবোর্ড
থেকে শক্তিশালী মনে হয়েছে।

৪. রিদ্মিক কিবোর্ডে কোনো বিজ্ঞাপন
নেই। সাধারণত বিনামূল্যের
অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন
আমি সহ্য করে নেই কারণ এটিই
ডেভেলপারের আয়ের একমাত্র উপায়।
কিন্তু লেখার সময় কিবোর্ডের
নিচে বিজ্ঞাপন
দেখালে তা ডিভাইসের
স্ক্রিনে জায়গা তো কমিয়ে দেয়ই,
সেইসঙ্গে ভুলে বারবার
বিজ্ঞাপনে ক্লিকও পড়ে যাবার
সম্ভাবনা থাকে। যা সত্যিই
বিরক্তিকর হতে পারে। সেদিক
দিয়ে রিদ্মিক কোনো বিজ্ঞাপনই
রাখেনি। এই একটি কারণ
রিদ্মিককে অ্যান্ড্রয়েডে সেরা  লেখার কিবোর্ড
হিসেবে আখ্যায়িত করার জন্য
যথেষ্ট হতে পারে।

কিবোর্ড সেটিংসঃ

রিদ্মিক কিবোর্ড ইন্সটল
শেষে ডিভাইসের সেটিংস থেকে যান Lang
uage & keyboard settings এ।এখান
থেকে রিদ্মিক কিবোর্ডের পাশের
চেকবক্সটিতে টিক দিন।

উপরের তালিকার নিচে দেখতে পারছেন
রিদ্মিক কিবোর্ডের সেটিংস রয়েছে।
এখানে ঢুকে আপনি রিদ্মিক কিবোর্ডের
বিভিন্ন সেটিংস ঠিকঠাক
করে নিতে পারবেন।
এখানে রয়েছে কিবোর্ডের বিভিন্ন থিম
পছন্দ করার সুবিধা। থিমের
মধ্যে আইসক্রিম স্যান্ডউইচ থিম,
জিঞ্জারব্রেড থিম ছাড়াও রিদ্মিকের
নিজস্ব কিছু ডিজাইন রয়েছে।
সেটিংসে আরও পাবেন ওয়ার্ড সাজেশন ও
অটোকমপ্লিট সেটিংস,
ক্যাপিটালাইজেশন, ভলিউম কার্সর ও
ভাইব্রেশন সেটিংস ইত্যাদি। এছাড়াও
রিদ্মিক কিবোর্ড সম্পর্কে আরও
বিস্তারিত জানার জন্য লিংকও
রয়েছে তালিকার শেষে।

এরই মধ্য দিয়ে আপনার ডিভাইসে রিদ্মিক
কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে গেল। কিন্তু
কোনো টেক্সট ফিল্ডে লেখার সময় রিদ্মিক
কিবোর্ড ব্যবহারের জন্য আরেকটি ধাপ
রয়েছে। এ জন্য আপনার ডিভাইসের
এসএমএস অপশনে গিয়ে নতুন মেসেজ লেখার
স্ক্রিন খুলুন। অথবা ফেসবুকে স্ট্যাটাস
লেখার পাতাও খুলতে পারেন। টেক্সট
বক্সে খালি জায়গায় লম্বা সময় প্রেস
করলে ইনপুট মেথডের মেনুটি পাবেন।

ইনপুট মেথডে ক্লিক
করলে ইন্টারন্যাশনাল কিবোর্ডের
নিচেই রিদ্মিক কিবোর্ড দেখাবে।
সেটি সিলেক্ট করুন। এবার টেক্সট
ফিল্ডে কিছু লেখার চেষ্টা করলেই আপনার
পুরনো কিবোর্ডের বদলে রিদ্মিক
কিবোর্ডের সাক্ষাৎ পাবেন!
তবে প্রথমবার কিন্তু
কিবোর্ডটি ইংরেজিতে থাকবে। কেননা,
মায়াবী কিবোর্ডের মতো রিদ্মিক
কিবোর্ডও কেবল বাংলাই নয়,
বরং ইংরেজিতেও টাইপ করার
সুবিধা দেয়। ফলে আপনাকে বারবার ইনপুট
মেথড পরিবর্তন করতে হবে না। কেবল
কিবোর্ড লেআউট পরিবর্তন করলেই হবে।
কিবোর্ড লেআউট পরিবর্তন করাও
আহামরি কোনো কিছু নয়।
রিদ্মিক কিবোর্ডে রয়েছে তিন ধরনের
কিবোর্ড লেআউট। ডিফল্ট ইংরেজি,
ফোনেটিক বাংলা ও ইউনিজয়। এগুলোর
মধ্যে পরিবর্তন করতে হলে স্পেস
বারে প্রেস
করে ডানদিকে বা বামদিকে সোয়াইপ করুন
(অথবা টান দিন!)। তাহলেই আপনি আপনার
পছন্দের কিবোর্ড
লেআউটটি বেছে নিতে পারবেন।

স্পেসে প্রেস করে ডানে-বামে নিলেই ইংরেজি,
বাংলা (ফোনেটিক) ও ইউনিজয়ের মধ্যে পরিবর্তন
হবে।

ব্যস, এবার সহজেই কম্পিউটারের মতোই
লিখতে পারবেন বাংলায়। আর
বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ওয়ার্ড
সাজেশন যার মাধ্যমে কোনো শব্দ
লেখা শেষ করার আগেই সেই
শব্দটি আপনার স্ক্রিনে ফুটে উঠবে।
আপনি সেটিতে ক্লিক/টাচ করলেই
শব্দটি আপনার টেক্সট ফিল্ডে যোগ
হয়ে যাবে।

এখানে উল্লেখ্য যে, কিছু কিছু
ক্ষেত্রে পুরোপুরি কম্পিউটারের
মতো লেখা যায় না। যেমন ইউনিজয়
ব্যবহার করে ‘ই’ লিখতে ্
ও িি দিয়ে কম্পিউটারে ‘ই’ লেখা গেলেও
রিদ্মিকে এভাবে পারা যাবে না।
বরং িি-কি-টি প্রেস করে কিছুক্ষণ
ধরে রাখতে হবে। রিদ্মিক
কিবোর্ডে কিছুক্ষণ লেখালেখি করলেই
দেখবেন দ্রুত এটি আয়ত্বে এসে যাচ্ছে।
তাই ঘাবড়ানোর কিছুই নেই।

→→ বাংলিশ লিখলে বাংলা হয়ে যাবে।ঠিক মায়াবি কিবোরড এর মত। আমার এই পোষ্ট টি রিদ্মিক কিবোর্ড দিয়েই লেখা এবং আগের পোষ্ট গুলো মায়াবি কিবোর্ড দিয়ে লেখা।

আরো বিস্তারিত জান্তে এন্ড্রয়েড কথন থেকে এই পোষ্ট দেখুন।

মন্তব্য করুন